ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট এবং সাথে থাকছে ৮০০ + স্টাইলিশ বাংলা Font ডাওনলোড করার সুযোগ।

Popular Posts

ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট এবং সাথে থাকছে ৮০০ + স্টাইলিশ বাংলা Font ডাওনলোড করার সুযোগ।

ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট এবং সাথে থাকছে ৮০০ + স্টাইলিশ বাংলা Font ডাওনলোড করার সুযোগ।
ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট শেয়ার করার জন্যই আজকের আমার এ পষ্টটি ৷

বন্ধুরা আমি মোঃ হাবিবুল্লাহ্ (হাবিব) ৷ চলুন কথা না বাড়িয়ে পষ্টটি শুরু করা যাক ৷

বর্তমানে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে হক কিংবা সোস্যাল মিডিয়ার ট্রল ইমেজ তৈরি হক বাংলা ফন্টের ব্যবহার ও গ্রহণযোগ্যতা ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে।

সেই প্রয়োজনকে মাথায় রেখে আজ আমরা এমন ৫টি অসাধারন ওয়েবসাইটের তালিকা নিয়ে পষ্ট লিখতে বসছি৷
যেসব ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং ছবিসহ উদাহরন দেয়া রয়েছে ৷
এসব ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড এর পাশাপাশি প্রিমিয়াম ফন্ট কেনারও সুযোগ আছে ৷ যদিওবা আপনারা প্রিমিয়াম ফন্ট কিনবেন না ৷ কেননা ঐ প্রিমিয়াম ফন্টগুলোও অন্য কনো সাইট এ ফ্রি দিয়ে থাকে।
তো বন্ধুরা চলুন পরিচিত হই ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু চরম ওয়েবসাইট এর সাথে।


No 1 : লিপিঘর – Lipighor



বাংলার মত সুমিষ্ট একটি ভাষার ফন্ট এই প্রত্যয় নিয়েই লিপিঘর ওয়েবসাইটটি এর যাত্রা শুরু হয়।

লিপিঘর সাইটে রয়েছে ৩৭টির ও বেশি ফ্রি বাংলা ফন্ট, যেগুলো প্রায় ৫লক্ষ বার ডাউনলোড করা হয়েছে।
ফ্রি ফন্টের পাশাপাশি প্রিমিয়াম ফন্ট ও রয়েছে সাইটটিতে, যেগুলো একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ব্যবহার করা যাবে।

No 2 :বাংলা ফন্ট লাইব্রেরি – BanglaFontLibrary


৪৪ ধরনের বাংলা ফন্টের সমারোহে তৈরিকৃত বাংলা ফন্ট কালেকশন আমার তালিকার দ্বিতীয় ওয়েবসাইট এটি ৷
অসাধারন এই অয়েবসাইটটি হচ্ছে বাংলা ফন্ট লাইব্রেরি ডট কম।

খুবই সুন্দরভাবে সাজানো এই সাইটটিতে সাধারণ ব্যবহারযোগ্য ফন্টের পাশাপাশি ক্যালিগ্রাফি উপযোগী ফন্টও রয়েছে।
যারা বাংলা ফন্ট নিয়ে ডিজাইন এর কাজ করেন, তাদের অন্যতম পছন্দ হতে পারে এই সাইটটি।

No 3 : ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড – অক্ষর ৫২ – Okkhor52





এই তালিকার শীর্ষে থাকা লিপিঘর এর নির্মাতাগণের প্রয়াসে তৈরী হয়েছে অক্ষর৫২ ডট কম নামের এই ওয়েবসাইটটি।

সাইটটির লক্ষ্য, সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ফন্ট সবার জন্য উন্মুক্ত করে দেয়া।
বাংলা ভাষার অক্ষরগুলোর সৌন্দর্য যাতে ফন্টেও প্রকাশ পায়, এরই লক্ষ্যে তৈরী হয়েছে এই ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট।

No 4 ওমিক্রন ল্যাব – OmicronLab – Free Bangla Fonts



যারা বাংলা লিখতে ফোনেটিক টাইপিং এর উপর নির্ভরশীল, তাদের কাছে অভ্র কিবোর্ড কোনো নতুন নাম নয়। অভ্র কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান, ওমিক্রন ল্যাব এর ওয়েবসাইটে রয়েছে সর্বাধিক ব্যবহৃত বাংলা ফন্টগুলোর কালেকশন। মোট ২১ ধরনের বাংলা ফন্ট ফ্রিতে ডাউনোড করা যাবে ওমিক্রন ল্যাব এর সাইট থেকে।


৮০০ + স্টাইলিশ বাংলা ফন্ট ডাওনলোড করে নিন 

20+bangla font আমার প্রিয়

Bangla Font


750+ bangla font

Bangla Font


আপনি বাংলা ফন্ট সংগ্রহ করতে কোন ওয়েবসাইট ব্যবহার করেন? কমেন্ট করে জানান আমাদেরকে।


ভালো থাকবেন ৷ ভালো রাখবেন ৷আজ এ পর্যন্তই ৷



3 Responses to "ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট এবং সাথে থাকছে ৮০০ + স্টাইলিশ বাংলা Font ডাওনলোড করার সুযোগ। "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved