![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKOrfkRaTUuRzBLmT2NXSntc150lS0YM4kj95_LZ_ltM3j8dC78j758gYqUBgtOGK78bC8qTfg0v6zBx8rNnujYsGefztw0iHUsxd8FJZcbJ6DjKLU6QV5S2upAF4cNiuqmI80WytCq2o/w273-h143/bitcoin.jpg)
ইনকাম নিয়ে কিছু কথা :-
এই Browser প্রতি ১০ মিনিটে 10 সাতোশি করে দিবে। খুব কম মনে হচ্ছে তাই তো। এখন রেফারের দিকে একটু থাকান এখানে ১০ লেভেল পর্যন্ত রেফার কমিশন আছে। আপনার থেকে তেমন বেশি কষ্ট করা লাগবে না।শুধু ৫-১০ টা রেফার করে ফেলে রাখেন। আপনার ইনকাম রেফার থেকে উঠে আসবে। রেফার ইনকামের জন্য নিচের ss টা দেখুন।
আমি তেমন কোনো কাজ করি নাই। শুধু ৫ টা রেফার করে ফেলে রাখছিলাম।ঐ ৫ জন তাদের রেফারে আরো ১৫ জনকে জয়েন করিয়েছে।এখন আমার রেফার সংখ্যা ২০ জন এবং তাদের mining থেকে আমার ইনকাম হচ্ছে।আর আমি কাজ শুরু করছি মাত্র ২ দিন হয়েছে। ২ দিনে ১০০০ সাতোশি ইনকাম।যদিও অনেক কম কিন্তু একটু চিন্তা করে দেখেন ঐ ২০ জন যদি ৫ জন করে রেফার করে তাহলে আমার রেফার হবে ২০×5= ১০০ জন। আবার ১০০ জন যদি ৫ জন করে রেফার করে তাহলে ৫০০। এটা তো ৩ লেভেলের হিসাব দেখালাম।আরো ৭ লেভেল বাকি আছে। তখন আমার ইনকাম হবে unlimited।without doing anything.
এখন আসেন রেফার কীভাবে পাবেন:-
ফেসবুকের বিভিন্ন Buy & sell/ online earn গ্রুপে পোস্ট দিতে পারেন। অথবা Talegram app এর LTC click Bot ও Dogecoin click Bot এ ads দিয়ে রেফার খুজতে পারেন।
আজ এতটুকুই।
ধন্যবাদ
0 Response to "শুধুমাত্র ব্রাউজার অন রেখে মাইনিং করুন এবং আয় করুন আনলিমিটেড! { With Live Payment proof}"
Post a Comment