MaxHabit আপনাকে স্বাগতম
আশাকরি আপনারা ভালোই আছেন,
আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
আজকে আমরা আলোচনা করবোঃ-
স্মার্ট লক নিয়ে।
তাহলে কথা না বারিয়ে কাজে আশিঃ-
এপটি Dowonlode করে নিন এখানে থেকে Gestrue Smart Lock ।
কিছু scensort দেখা যাক কেমন দেখাবে আমাদের ফোন।
আপনি চাইলে বিভিন্ন সংখ্যা নামের ফাস্ট Later দিয়ে লক করতে পারবেন।
আবার বিভিন্ন Satar মন মত যে কোন কিছু অংকন করেও লক করতে পারবেন।যে কোন ছবি দিয়ে তার রুপ একেও সহযে লক করতে পারবেন কেও বুঝবে না।
এবারে আমরা এপটি ওপেন করবো,
ওপেন করা মাত্র আমরা নিছে দেয়া পিকচারের মত একটা অপশন পাব ওখানে ok করে দেব।
এবার নিছে দেয়া পিকচারের মত একটা অপশন পাব
ওখানে আমরা যেভাবে দাগ দেব সেই ভাবে লকটা হবে।So ইচ্ছে মত আকতে থাকুন।আমি 7 এর মত দিলাম।
লক খুলতে গেলে 7এর মত দাগ দিয়ে খুলতে হবে
তারপর আবার ঐরখম অপশন আসবে,
আবার ঐ একি দাগ দিয়ে কনর্ফাম করতে হবে।
NeXt একটা অপশন আসবে রিকভারি পাচওয়ার্ড।
এখানে আপনি ok করে দিবেন।
একটা ৪কোডের পাচওয়ার্ড দিতে হবে আপনি চাইলে ১২৩৪ দিতে পারেন।
এবারে এপস এর স্টাইলিস
আপনি এখান থেকে লকের অনেক মডেল করতে পারবেন।
সাথে থাকার জন্য সাবাইকে ধন্যবাদ।
0 Response to "Smart Lock || আপনি ছাড়া আপনার ফোনের লক কেউ খুলতে পারবে না। অসাধারণ [Screen Lock]"
Post a Comment