স্মার্টফোনে আইকন পরিবর্তন করে নিন ইচ্ছে মত ।এবার কাস্টমাইজ করুন নতুন রুপে একটি মাত্র এপ

Popular Posts

স্মার্টফোনে আইকন পরিবর্তন করে নিন ইচ্ছে মত ।এবার কাস্টমাইজ করুন নতুন রুপে একটি মাত্র এপ

স্মার্টফোনে  আইকন পরিবর্তন  করে নিন ইচ্ছে মত ।এবার কাস্টমাইজ করুন নতুন রুপে একটি মাত্র এপ
স্মার্টফোনে থাকা আইকন পরিবর্তন করবে যে অ্যাপ
 অনেকেই আছেন যারা স্মার্টফোনে থাকা অ‍্যাপগুলোর আইকন পরিবর্তন করতে চান।
অ‍্যাপের আইকন পরিবর্তনের জন‍্য বিভিন্ন বান্ডেল আইকন প‍্যাক পাওয়া যায়। তবে সেক্ষেত্রে সবগুলো আইকন একত্রে পরিবর্তন করতে হয়।একটি মাত্র অ‍্যাপের আইকন পরিবর্তন করার ক্ষেত্রে চমৎকার একটি অ‍্যাপ হলো ‘অডাপ্টআইকনস’।
এক নজরে অ‍্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:অ‍্যাপটির সাহায‍্যে ফোনে থাকা বিভিন্ন অ‍্যাপ্লিকেশনের আইকনে বৈচিত্র্য আনতে পছন্দের ডিজাইন থেকে আইকন নির্বাচন করা যাবে।কাস্টমাইজ করার সুবিধা থাকার ফলে ব‍্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো আইকনের ব‍্যাকগ্রাউন্ড ও ডিজাইনের পরির্বতন করতে পারবেন। ইন্টারনেট ছাড়া অফলাইনেও অ‍্যাপটি ব‍্যবহার করা যাবে।অ্যাপটি ফ্রি হলেও কিছু আইকন ডিজাইন টাকা খরচ করে কিনতে হবে। যেগুলো ব‍্যবহার করতে হলে ব‍্যয় হবে ১ ডলার।ফোন থেকে যেকোনো লাঞ্চারে অ‍্যাপটি ব‍্যবহার করে আইকনের ডিজাইন পরিবর্তন করা যাবে।চাইলে ব‍্যবহারকারীরা পছন্দ অনুয়ায়ী আইকনের সাইজ, আউট সাইড, ব‍্যাকগ্রাউডের রঙ ও অপাসিটি (আইকন রং হালকা করার অপশন) পরিবর্তন করতে পারবেন।গুগল প্লে ৪.১ রেটিং প্রাপ্ত অ‍্যাপটি এ পর্যন্ত প্রায় ১ লাখেরও বেশি সংখ্যক বার ডাউনলোড করা হয়েছে। বিনামূল‍্যে অ‍্যাপ্লিকেশনটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।
ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।
 এবার যেসব এপ এর আইকন পরিবর্তন করতে যান সেসব সেলে্ক্ট করুন।
 এবারো ইচ্ছে মত পরিবর্তন করুন।
এভাবে


পরিবর্তন হয়েছে।

2 Responses to "স্মার্টফোনে আইকন পরিবর্তন করে নিন ইচ্ছে মত ।এবার কাস্টমাইজ করুন নতুন রুপে একটি মাত্র এপ"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved