ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম ও এজের চেয়ে নিরাপদ ফায়ারফক্স

Popular Posts

ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম ও এজের চেয়ে নিরাপদ ফায়ারফক্স

ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম ও এজের চেয়ে নিরাপদ ফায়ারফক্স

ক্রোম, এজ ও ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে নিরাপদ ফায়ারফক্স ব্রাউজার। আর তাই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের ব্রাউজারগুলো ব্যবহার না করাই ভালো, জানিয়েছে জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি।
ব্রাউজারগুলোর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি এক গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানটি।
তাদের দাবি, অন্যান্য ব্রাউজারের তুলনায় ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড প্রযুক্তি শক্তিশালী। ফলে ভালোভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা দিতে পারে। বিষয়টি বিবেচনা করে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের পরামর্শও দিয়েছে তারা।

0 Response to "ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম ও এজের চেয়ে নিরাপদ ফায়ারফক্স"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved