[Move]চলে এসেছে “Aquaman” মুভির HD প্রিন্ট । ডাউনলোড করে দেখে নিন চমৎকার এই মুভিটি। সাথে থাকছে আমার ছোট্ট রিভিউ।

Popular Posts

[Move]চলে এসেছে “Aquaman” মুভির HD প্রিন্ট । ডাউনলোড করে দেখে নিন চমৎকার এই মুভিটি। সাথে থাকছে আমার ছোট্ট রিভিউ।

[Move]চলে এসেছে “Aquaman” মুভির HD প্রিন্ট । ডাউনলোড করে দেখে নিন চমৎকার এই মুভিটি। সাথে থাকছে আমার ছোট্ট রিভিউ।
সিনেমার নাম: Aquaman (In Hindi)
পরিচালক : James Wan
Genres : Fantasy/Science Fiction
Imdb rating: 8.2/10
বিউটিফুল ভিজুয়াল ! নন স্টপ একশন সীন ! চমৎকার সিনেমাটোগ্রাফি !

সিনেমাটির ভালো প্রিন্ট এসেছে ।

রিলিজের আগে মনে করা হচ্ছিলো এই ডিসি ইউনিভার্সের সিনেমাও বুঝি হতাশ করবে সুপারহিরো প্রেমীদের । জাস্টিস লীগ রীতিমতো বাজে হবার কারণে এই সিনেমা নিয়ে ভালো কিছু আশা করাটাই যেনো অপ্রত্যাশিত ছিলো !
কিন্তু সিনেমা দেখার পরে, ডিসি স্বরুপে ফিরে এসেছে – এমন ভাবাটা মোটেই অন্যায়ের কিছু হবে না ! হ্যা, ডিসি তাদের সেরা ফিল্মের একটা এনেছে এই একুয়াম্যান দিয়ে ।

বক্স অফিসে দারুণভাবে সফল এই সিনেমা কিছুদিন আগে ১ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌছায় । অডিয়েন্স রেসপন্স খুবই পজিটিভ এন্ড দ্যা হ্যাভ জাস্ট লাভড ইট । ক্রিটিকসদের কাছে মোটামুটি লেগেছে এবং কেনো লেগেছে তার কারণ আমার জানা নেই !

জেসন মমোয়া একদম পারফেক্ট চয়েজ ছিলো প্রধান চরিত্রের জন্য । তাকে ছাড়া অন্য কাউকে ভাবাটাই যেনো ভুল কিছু । এম্বার হার্ড ইজ এনোদার নেইম অব লাভ ! সমুদ্রের নিচে কি যে সুন্দর লাগছিলো তাকে ! প্যাট্রিক উইলসন, উইলিয়াম তাদের সেরাটাই দিয়েছেন।

সবচাইতে কৃতিত্বের দাবিদার হলেন সিনেমার পরিচালক – জেমস ওয়েন ! রীতিমতো অসম্ভবকে সম্ভব করেছেন ! খুবই এবং খুবই চমৎকার এক এনভায়রনমেন্ট তৈরি করেছেন তিনি । স্টানিং ভিজুয়াল যাকে বলে ! সমুদ্রের নিচের জগৎটা দেখানো খুবই চ্যালেঞ্জিং ছিলো এবং সেটাই খুবই দারুণভাবে করে দেখিয়েছেন তিনি ।

নাহ, সিনেমাটি একেবারে পারফেক্ট বলা যাবে নাহ অবশ্যই ! স্টোরিতে আরো মালমশলা চাচ্ছিলাম । স্টোরি টেলিং ফার্স্ট হাফে আরো গোছানো দরকার ছিলো । কাস্টদের অভিনয় হাতেগোণা কয়েক জায়গায় আনম্যাচড লেগেছে । তবে এগুলো বড় কোনো ইস্যু না কোনোভাবেই । সুপারহিরো সিনেমার খাতিরে ক্ষমার দৃষ্টিতেই দেখা যায় !

::Screenshots::

: DOWNLOAD LINKS : (HQ HDRip HC) 

               1080p [2GB]

0 Response to "[Move]চলে এসেছে “Aquaman” মুভির HD প্রিন্ট । ডাউনলোড করে দেখে নিন চমৎকার এই মুভিটি। সাথে থাকছে আমার ছোট্ট রিভিউ।"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved