নতুন ফিচার আনল ট্রুকলার

Popular Posts

নতুন ফিচার আনল ট্রুকলার

নতুন ফিচার আনল ট্রুকলার
ট্রুকলার অ্যাপ থেকে ভয়েস কল করার সুবিধা চালুর পর বিশ্বব্যাপী সকল ট্রুকলার গ্রাহকরা নিজেদের মধ্যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ভয়েস কল করতে পারতেন।


এবার অ্যাপটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার কল ওয়েটিং সুবিধা। ফলে গ্রাহকরা ‘বাধা ছাড়া’ ভয়েস কল করতে পারবেন।

আগে অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য এই ফিচারটি আনা হয়েছিলো। এবার আইওএস গ্রাহকদের জন্যও কল ওয়েটিং সুবিধাটি চালু করা হয়েছে।

নতুন সুবিধায় ট্রুকলার ভয়েস গ্রাহকরা দ্বিতীয় কল সম্পর্কে জানাবে। ফোনে নাম্বারটি সংরক্ষণ করা না থাকলেও এই ফিচারে কলারের পরিচয় জানা যাবে। এজন্য অবশ্য প্রথম কলে কোনো প্রভাব পড়বে না।

অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসড কল আসে। বকাঝকা, ফোন সাইলেন্ট করেও লাভ হয় না। বিশেষ করে মেয়েদেরকে এ ধরনের বিড়ম্বনায় বেশি পড়তে হয়। এক্ষেত্রেও ট্রু কলার অ্যাপটি দিয়ে জানতে পারবেন বিরক্তকারীর পরিচয়। এরপর সুবিধা অনুযায়ী নেয়া যাবে বিরক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা।

0 Response to "নতুন ফিচার আনল ট্রুকলার"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved