কি ভাবে ফেসবুক এ সিংগেল ওয়ার্ড নেম সেট করবেন খুব সহজেই।

Popular Posts

কি ভাবে ফেসবুক এ সিংগেল ওয়ার্ড নেম সেট করবেন খুব সহজেই।

কি ভাবে ফেসবুক এ সিংগেল ওয়ার্ড নেম সেট করবেন খুব সহজেই।
হ্যলো  MAXHABIT ইউজারস…
পোস্টের শুরুতেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আসা করছি সবাই খুব ভালো আছেন.. আমি সবসময় ভালো থাকার দলে। যাই হোক আমার আজকের পোস্ট টি শুরু করি।

আজকে আমার পোস্টের বিষয় হচ্ছে ফেসবুকের অ্যকাউন্টে সিংগেল নেম সেট করা
ফেসবুক বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর ইউজার সম্পর্কে নিশ্চই সবার ধারনা আছে? এতো ইউজার হওয়ার কারনে মার্ক জুকারবার্গ ফেসবুকে প্রচুর নিয়ম নীতি ও জারি করেছে।
যার কারনে আমরা বাংলাদেশীরা আমাদের ফেসবুক অ্যকাউন্টে সিংগেল ওয়ার্ড এ নাম সেট করতে পারি না। কিন্তু পৃথিবীর দুই স্থানের মানুষ তাদের অ্যকাউন্টে সিংগেল ওয়ার্ড এ নাম সেট করতে পারে। আর সেই দুই টা স্থান হচ্ছে ইন্দোনেশিয়া আর ভারত। তাহলে, আমরা কি পারবো না…??? কি যে বলেন… আমরা পারবো না কেন? আমাদের কাছে ভিপিএন অ্যপ আছে না? ভিপিএন এর মাধ্যমে ভারত বা ইন্দোনেশিয়ার প্রক্সি ব্যবহার করে আমরাও পারব সিংগেল ওয়ার্ড এ নাম সেট করতে

– তো… আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে ফেসবুকের সিংগেল ওয়ার্ড এ নাম সেট করবেন।


প্রথমেই প্লে স্টোরে চলে যান। গিয়ে ইন্সটল করে নিন Turbo Vpnঅ্যপ টি।  খুজে না পেলো এখানে ক্লিক করুন।
 অ্যপটি ওপেন করে এখানে ক্লিক করুন।
 তারপর এখানে ক্লিক করুন।
 এবার একেবারে উপরে কোনায় গ্লোব চিহ্নের উপরে ক্লিক করুন।
 এবার ফ্রি সার্ভার এর উপরে ক্লিক করুন।

ফ্রি সার্ভারের মধ্যে একটা পাবেন ইন্ডিয়া… India’র উপরে ক্লিক করে ইন্ডিয়ার প্রক্সি সেট করে দিন।
 এখানে মার্ক করে ok ক্লিক করুন ।

কানেক্ট হয়ে গেলে চলে যান আপনার ফেসবুক অ্যকাউন্টে, যে অ্যকাউন্টের নাম চেঞ্জ করবেন। অ্যকাউন্টের সেটিংস এ চলে যান। সেটিংস থেকে সিকিউরিটি অ্যন্ড লগ ইন এ ক্লিক করুন ।
 তারপর দেখুন এই অ্যকাউন্ট টি অন্য কোথাও লগ ইন করা আছে কিনা। থাকলে এখান থেকে লগ আউট করে দিন।
 তারপর এখানে ক্লিক করুন।
তারপরে যে পেজ টা আসবে ওখান থেকে তামিল ভাষা টা সিলেক্ট করে দিন।
তারপর আবার অ্যকাউন্টের সেটিংস এ যান।
 সেটিংস এ গিয়ে personal information এ ক্লিক করুন।
 তারপর নেম এ ক্লিক করুন।
তিনটা বক্স থাকবে। তার মধ্যে প্রথম বক্স টাতে একটা সিংগেল নাম দিবেন


তারপর পাসওয়ার্ড দিবেন। কাজ শেষ। এবার নিচে যেখান থেকে তামিল ভাষা সিলেক্ট করছিলেন ঐখান থেকে ভাষাটা আবার ইংলিশ করে দেন
তারপর দেখুন আইডির নাম সিংগেল ওয়ার্ড এ হয়ে গেছে।

কোন যায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন।
এছাড়া FACEBOOK এও আমার সাথে যোগাযোগ করতে পারেন। Facebook এ আমি : হাবিব হিমু ।
আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।

0 Response to "কি ভাবে ফেসবুক এ সিংগেল ওয়ার্ড নেম সেট করবেন খুব সহজেই। "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved