বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি

Popular Posts

বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি

বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি
বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি


সেপ্টেম্বরেই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Mi CC9 Pro আনার বিষয়ে জানিয়েছিল শাওমি। একাধিক প্রযুক্তি পোটার্ল সূত্রে খবর চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। আগামী ২৪ অক্টোবর লঞ্চ হতে চলেছে Mi CC9 Pro।


চীনা সংস্থা Xiaomi-এর সঙ্গে Samsung ISOCELL Bright HMX নামের এই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর তৈরী করেছে Samsung।

সংস্থা জানায়, স্মার্টফোনের ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই ক্যামেরা সেনসর। এই ক্যামেরাই ব্যবহার করা হচ্ছে Mi CC9 Pro-তে।

জুন মাসে CC সিরিজের ফোনগুলির ছবি প্রকাশ্যে আসে। সংস্থার Weibo পেজ-এ ফোন-এর টিজার প্রকাশ্যে আসে। Mi CC9 Pro-তে থাকছে ৬.৩৯ ইঞ্চি-এর ফুল এইচ ডি ডিসপ্লে।

ফোন-এর ডিসপ্লে-এর নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ৪,০০০ mAh -এর ব্যাটারি। CC9 Pro মডেল-এ থাকছে Qualcomm Snapdragon 730 SoC চিপসেট।

চিনে Mi CC9 Pro-এর দাম ১,৭৯৯ ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০,০০০ টাকা।

0 Response to "বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

Copyright © 2022 all rights reserved